স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়াতে নদীতে ডুবে আরিয়ান হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার তালোড়া ইউনিয়নের দোগাছি গ্রামে নাগর নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহত আরিয়ান বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার চা বাগান এলাকার সৌদি প্রবাসী আনোয়ার হোসেন লিটনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু জানান, গত শুক্রবার মায়ের সাথে নানাবড়ি তালোড়া ইউনিয়নের দোগাছি গ্রামে বেড়াতে আসে আরিয়ান। শনিবার স্থানীয় শিশুদের সাথে সে গোসল করতে নাগর নদীতে যায়। অন্য শিশুরা গোসল করে উঠে আসলেও আরিয়ান এই সময় পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে তালোড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।