ধুনটে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২১ জুলাই) গ্রেফতারকৃতদের আসামীদের বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার গোয়ালভাগ মধ্যপাড়া এলাকার হেলাল উদ্দিন শেখ (৪৫), পিন্ডারহাটি মধ্যপাড়া এলাকার মৃত কাশের সরকারের ছেলে ফজর সরকার (৬০) ও চুনিয়াপাড়া গুচ্ছগ্রাম এলাকার মৃত আহাত বক্সের ছেলে শহিদুল ইসলাম শাকি (৪২)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল উদ্দিন শেখ (৪৫) ও ফজর সরকারকে (৬০) এবং শহিদুল ইসলাম শাকি (৪২) কে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় পৃথক দুটি মাদক মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।