অনুসন্ধানবার্তা ডেস্ক:
সৌদি আরবে হজ করতে গিয়ে এপর্যন্ত ১১৭ জন বাংলাদেশী হজ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ২৬ জন।
চলতি বছর ২৭ জুলাই পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা ১১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ২৬ জন। বৃহস্পতিবার (২৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করে।
জানানো হয়, মক্কায় ৯৫ জন, মদিনায় ৮ জন, মিনায় ৯ জন, আরাফাতে ২ জন, জেদ্দায় ২ জন এবং মুজদালিফায় একজন হজযাত্রী মারা গেছেন।
জানাগেছে, চলতি বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন মুসলমান পবিত্র হজ¦ পালনের জন্য ৩২৫টি ফ্লাইটে যাত্রা করেছেন। প্রথম ফিরতি ফ্লাইটটি গত ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটটি ২ আগস্ট আসার কথা রয়েছে বলে জানা গেছে।