ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকালে ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বালক দলে কালেরপাড়া বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে অলাহামিদা প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। এছাড়া বালিকা দলে নিত্তিপোতা বিদ্যালয়কে ০-২ গোলে হারিয়ে যুগিগাঁতি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সহকারী কমিশনার (ভূূমি) নূরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, আ’লীগ নেতা গোলাম সোবাহান, আবু তালেব, আফসার আলী, রানাউল আমিন, সিরাজুল হক লিটন প্রমূখ।