স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুরে আল্-খায়ের ট্রাভেলস্ এন্ড ট্যূরস এর উদ্যোগে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) শেরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শাজাহানপুর নগর জে,এম ফাজিল মাদ্রার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা বেলাল বিন নওয়াব।
আরো বক্তব্য রাখেন আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল খায়ের, মাওলানা আব্দুল বারী, মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।