ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ৩৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার বাকশাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মোমিন (২৪) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, রবিবার রাত ১১টার দিকে বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় পুলিশ অবস্থান করে নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকসা আটক করা হয়। এসময় চালকের সিটে বসে থাকা আব্দুল মোমিন ও যাত্রীর সীটে বসে থাকা বিদ্যুৎ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে এবং সিএনজিটি তল্লাশী চালিয়ে যাত্রীর সীটের নিচ থেকে তিনটি প্যাকেটে থাকা ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় একজন পলাতক আসামীসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সিএনজি চালিত অটোরিকসাটি জব্দ করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।