শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জের ইউএনও উম্মে কুলসুম সম্পাকে বিদায়ী সংবার্ধনা দিয়েছে উপজেলা ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু’র সভাপতিত্বে আয়োজিত সভায় তাকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শহিদুল ইসলাম, আবু জাফর মন্ডল, আহসান হাবীব সবুজ, বেলাল হোসেন, রেজাউল করিম চঞ্চল, আসিফ মাহমুদ মিল্টন, আব্দুল মোত্তালিব মোল্লা, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, সাজু মিয়া, রবিউল ইসলাম রবি, রশিদুল রহমান রানা, সাহাব উদ্দিন শিবলী, আপেল মাহমুদ প্রমুখ।
অপরদিকে বিদায়ী ইউএনও উম্মে কুলসুম সম্পাকে তার কার্যালয়ে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা কেন্দ্রীয় বানাইল শিবগঞ্জ মন্দির কমিটির সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্ত, সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ দাস সংগ্রাম, অর্থ সম্পাদক গণেশ প্রসাদ কানু, দুলাল চন্দ্র অধিকারী, ডা. মৃনাল দাস, অখিল বাবু, ব্রজেন্দ্র নাথ সাহা ।