স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুর মৃত্যু এবং কৃষকসহ আরেকটি গরু দগ্ধ হয়েছে। বুধবার (২ আগস্ট) ভোর রাতে ভান্ডারবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর শহড়াবাড়ি গ্রামে এঘটনা ঘটে। আহত কৃষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার রাতে কৃষক নুরুল ইসলাম তার গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দুটি গরু রেখে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোর রাতে গোয়াল ঘরে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন একপর্যায়ে আগুন নিভিয়ে ফেললেও আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু এবং কৃষক নুরুল ইসলামসহ আরেকটি গরু আগুনে পুড়ে দগ্ধ হয়। আহত কৃষক নুরুল ইসলাম উত্তর শহড়াবাড়ী এলাকার ফথেন প্রামনিকের ছেলে।
ওই এলাকার বাসিন্দা ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন এতথ্য নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে গোয়াল ঘরে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে কৃষক নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। এছাড়া একটি গরুর মৃত্যু এবং আরেক গরুও পুড়ে গেছে। তাছাড়া থাকার ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।