স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় আগুনে পুড়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতু শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুরা গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করে জানান, নাসিমা খাতুনের স্বামী প্রবাসী এবং তার ছেলে পড়াশোনার জন্য বগুড়া শহরে থাকে। এ কারণে তিনি বাড়িতেই একাই থাকতেন। রবিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাসিমা খাতুনের বাড়িতে আগুন লাগে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি ঘরে আটকা পড়েন। পরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।