স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। রবিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২নং গেইটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পঞ্চগড় জেলা সদরের আমলাহাট এলাকার রফিকুল ইসলামের ছেলে তাকবির ইসলাম (২১) ও কালেশ্বর আমলাহাট এলাকার রুকম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (১৯)।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম (বিপিএম-সেবা) এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।