স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনির উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌর মেয়র এজিএম বাদশা, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, সিরাজুল হক লিটন, লুৎফর রহমান, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, বাবুল আকতার, সেলিম রেজা রিমান, যুবলীগ নেতা আলিম আল রাজি বুলেট, আতিকুর রহমান প্রমূখ।