ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তাঃ
বগুড়ার ধুনটে একই পুকুরে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ধুনট থানাধীন মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উত্তরপাড়া এলাকার সাখাওয়াত সরকার নামের এক ব্যক্তির পুকুরে এঘটনা ঘটে।
নিহতরা হলো- মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উত্তরপাড়া এলাকার হাসান আলী সরকারের ছেলে বায়েজিদ সরকার (০৭) ও একই এলাকার সোহেল রানার ছেলে ইব্রাহিম হোসেন (০৭)।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে যে কোন সময় পাশ^বর্তী সাখাওয়াত সরকারের পুকুর পাড়ে খেলাধুলা অবস্থায় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশু বায়েজিদ ও ইব্রাহিম। পরে অনেক খোঁজাখুজি করে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এবিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মৃতদেহ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।