স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের ইছামতি সভা কক্ষে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ হাবিবর রহমান।
ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু সহ ১০টি ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।