স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি আবারো চক্রান্ত শুরু করেছে। তাই উন্নত রাষ্ট্র গঠনে সকল চক্রান্তকে প্রতিহত করে আওয়ামীলীগকে ভোট দিন।
শনিবার (১২ আগস্ট) দুপুরে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলাম, বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।
আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা, শাহিদুল ইসলাম রতন, সাইদুজ্জামান মনা, শেখ জালাল উদ্দিন, লিটন প্রামানিক, আসিফ প্রমুখ।