পশ্চিম বগুড়া সিএনজি অটোরিক্সা মালিক সমিতির মৃত সদস্যের পরিবারকে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির মৃত সদস্যের পরিবারকে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকেলে বগুড়া শহরের নুরানী মোড়স্থ সমিতির কার্যালয়ে সমিতির নিয়মিত সদস্য সদ্য প্রয়াত রেজাউল করিমের পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেয়া হয়।

সমিতির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লার উদ্যোগে অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেন পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, অটোরিক্সা মালিক সমিতির কার্যকরী সভাপতি কবিরাজ শহিদুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোকছেদ আলী, কোষাধ্যক্ষ আইনুল হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সড়ক সম্পাদক পিলু সরদার, প্রচার সম্পাদক সাজেদুল আলম রিপন, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন পাইকার, চালক কল্যান সমিতির সাধারন সম্পাদক হাবিব, অফিস সহকারী জুয়েল শেখ, প্রয়াত সদস্য রেজাউল করিমের পরিবারের পক্ষে আফরোজা, সিরাজুল ইসলাম, আপন প্রমূখ।