স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষে দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বাদ আছর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আয়োজনে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শনিবার বাদ আছর ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাহববুর রহমান বকুল, ডা. শাহ্ মো: শাহজাহান, হিরু মন্ডল, ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহম্মেদ খান রুবেল।
আরো উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ডা. ইউনুছ আলী, বগুড়া জেলা শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ, সাইদুজ্জামান শাকিল, শামীম রেজা শামীম, রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা রেজাউল করিম লাবু, আব্দুলহেল বাকি লিপন, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, যুবনেতা আহসান হাবিব মমি, হারুনুর রশিদ সুজন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, রাশেদুজ্জামান পিয়াস, উজ্বল হোসেন। দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ্।