স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খল সৃষ্টির আশংকায় জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) ভোরে ধুনট হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বিলকাজুলী গ্রামের মৃত এশারত সরকারের ছেলে ধুনট সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এনামুল হক (৬১) ও সরুগ্রাম এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে কালেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর বাদশা মিয়া (৬২)।
পুলিশ জানায়, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মত্যৃকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জামায়াতের নেতাকর্মীরা হুকুম আলী বাসষ্ট্যান্ড এলঅকায় আবস্থান করছিল। এসময় পুলিশ সেখান থেকে দুই জামায়াত নেতাকে আটক করেছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃত দুই জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।