কাজিপুরে জাতীয় শোক দিবস পালিত

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। এরপর দুপুরে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শওকত আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাবেক মেয়র মধু তালুকদার , সিনিয়র সহ-সভাপতি হাজী নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসূফ জুয়েল, মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, কৃষক লীগের সভাপতি শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ।