শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ অনুসন্ধানবার্তা
সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত এ উপজেলার ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা ১ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় ১০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জানা যায়, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শাকুর। এ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা-২১১জন।

শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা-১৯১জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা-১৮৬জন।

মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান। এ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা-৬০৪জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা- ৬০২জন, ছাত্র- ৩৫৩ জন, ছাত্রী- ২৫১জন, অনুপস্থিত ২ জন ছাত্র।

মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ এর কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন মামুনুর রশিদ প্রামানিক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারী সমাজ সেবা কর্মকর্তা এনামুল করিম। এ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা-৯০৪জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা- ৯০১জন, ছাত্র- ৪৬২ জন, ছাত্রী- ৪৩৯জন, অনুপস্থিত-৩ জন, ছাত্র-১, ছাত্রী-২।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ও তাসনিমুজ্জামান কেন্দ্রগুলি পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।