বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ায় পিকআপ ভ্যান থেকে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব-১২ এর নিজ কার্যালয়ে প্রেস কনফারেন্সে বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদীর কাউরিয়া সাটিরপাড়া এলাকার জুয়েল মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দপুর এলাকার কামাল উদ্দিন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের গোদারপাড়া এলাকার বগুড়া-নওগাঁ সড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশিকালে একটি পিকআপ (ঢাকা মেট্রো- ন-১২-২৮৩৩) থেকে ৩৬ কেজি গাঁজা, দুইটি সাদা ড্রাম, ও নগদ ৩ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।