স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মরহুম আলহাজ্ব জাহিদুল ইসলাম খান আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট ফুটবল একাডেমীর আয়োজনে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
ধুনট ফুটবল একাডেমীর সভাপতি কাউন্সিলর আলী আজগর মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিক, ধুনট সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আ’লীগ নেতা আল মাসুদ, ওহিদুল ইসলাম, রাসেল আহমেদ, পৌর ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক হাসান খসরু খান নুপুর, ধুনট ফুটবল একাডেমীর যুগ্ন সম্পাদক রবিউল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক সাকিব শাহরিয়ার খান বিজয় প্রমূখ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে ৪-৩ গোলে কাজিপুর কে হারিয়ে এলাঙ্গী ফুটবল একাদশ বিজয়ী হয়।