স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অপহরণের ১৮ দিন পর অপহৃত এক স্কুল ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় আব্দুল মোমিন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ওই যুবক কাজিপুর উপজেলার স্থলবাড়ি পশ্চিমপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে। রবিবার (২০ আগস্ট) তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ ও মামলাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া এলাকার জনৈক এক ব্যক্তির মেয়ে কালেরপাড়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতো আব্দুল মোমিন। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে আব্দুল মোমিন ও তার সহযোগিরা মেয়েটিকে সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে আব্দুল মোমিন সহ ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।







