স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ২১০ গ্রাম গাঁজাসহ মজনু শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মজনু শেখ মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি বাগদীপাড়া এলাকার মৃত জালাল শেখের ছেলে।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, গ্রেফতারকৃত মজনু শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২১০ গ্রাম গাঁজা সহ মজনু শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় মামলা দায়েরের পর রবিবার তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।