স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা
বগুড়ার সোনাতলা উপজেলার গারামারা গ্রামে জাহেরা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২ টায় পুলিশ তার শয়ন ঘর থেকে লাশটি উদ্ধার করে। নিহত জাহেরা বেওয়া সোনাতলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী।
তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোন কারন উদঘাটন করতে পারনি। এদিকে পুলিশের পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানায়, জাহেরা বেওয়ার চার ছেলে এবং দুই মেয়ে। ছেলেদের মাঝে একজন ঢাকায় এবং অপরজন টাঙ্গাইলে পৃথক দু’টি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অপর দু’জন এলাকায় বসবাস করে। সেই দুই ছেলের একজন আবার শারীরিকভাবে অসুস্থতার কারণে গত ৪দিন ধরে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
জাহেরা বেওয়ার এক ছেলে টাঙ্গাইলে কর্মরত হেলাল উদ্দিন জানায়, তিনি ক’দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষ হওয়ায় শুক্রবার রাতে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। তিনি বলেন, আমি রওনা হওয়ার কয়েক ঘন্টা পর একজন আমাকে ফোন করে বলেন যে আমার মাকে হত্যা করা হয়েছে। খবরটি পেয়ে আমি আবার চলে আসি। তবে তিনি বলেন, তার মায়ের নামে কোন জমিজমা নেই। তাই জমিজমা নিয়ে হত্যাকাণ্ডেরর কোন আশঙ্কা নেই।
এবিষয়ে সোনাতলা থানার ওসি মোঃ সৈকত হাসান জানায়, রাতে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ার পর কোন এক সময় ওই হত্যাকান্ডটি ঘটনানো হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। আশাকরি খুব দ্রুত রহস্য উন্মোচন এবং আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে।