স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু’র কথোপকথন এডিটিং ও বিকৃত করে অপপ্রচারের ঘটনায় বগুড়া সদর থানায় জিডি দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে ওই সাংবাদিক বাদী হয়ে বগুড়া সদর থানায় জিডিটি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক আব্দুর রহমান টুল গত ১৪ বছর যাবৎ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৪ আগস্ট সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক আব্দুর রহমান টুলু।
এদিকে সাংবাদিক টুলু অভিযোগ করেন, তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের ১৭ মিনিট ৪৫ সেকেন্ডের কথোপকথন অডিও এডিটিং ও বিকৃত করে ১ মিনিট ৪৩ সেকেন্ডে রুপান্তর করা হয়। উদ্দেশ্যে প্রনোদিতভাবে ২২ আগস্ট সেই অডিও রেকর্ডটি বিভিন্ন জনের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘সাংবাদিক টুলুর ফোনালাপ ফাঁস’ শিরোনামে প্রচার করে। সেখানে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকা নিয়ে কিছু কথাকে বিকৃত করে প্রচার করে। এসব বিকৃত কথাবার্তার সাথে প্রকৃত কথোপকথনের কোন মিল নেই। আগের ও পিছনের কথাগুলো বাদ দিয়ে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই রেকর্ডটি প্রচার করে দৈনিক করতোয়া পরিবারের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। একইভাবে সামাজিক ও মানসিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জিডিতে তিনি আরো উল্লেখ করেন, গত ২৩ আগস্ট থেকে ‘শাজাহানপুর প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার কন্ঠ বিকৃত করে এই অডিও কল রেকর্ডটি প্রচার করা হচ্ছে। সেখানে অডিও প্রচারের পাশাপাশি তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট লেখা প্রকাশ করে মানহানি করা হয়েছে। তিনি মানসিক ও সমাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এবিষয়ে সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন বলেন, সাংবাদিক টুলুর সঙ্গে কথা বলার সময় অন্য সাংবাদিকরাও ছিল। কিন্তু কে বা কারা এই কথোপকথন ফাঁস করেছে তা জানা নেই।
তবে এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, সাংবাদিকের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।