স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি গ্রামীণ সড়ক। সড়ক দুটি নির্মিত হলে পাল্টে যাবে গ্রামীণ জনপদের চিত্র। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী-উজালসিং সড়ক নির্মানে ব্যয় ধরা হয়েছে ৯৪ লাখ ৩ হাজার ১৯০ টাকা এবং কাশিয়াহাটা-বগা রাস্তা নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে সড়ক দুটি নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুরÑধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, আ’লীগের যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ফরিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম, আ’লীগ নেতা গোলাম সোবাহান, আফসার আলী, জয়নাল আবেদীন, সিরাজুল হক লিটন, রানাউল আমিন, যুবলীগ নেতা আতিকুর রহমান, গোলাম মর্তুজার, রুবেল রানা তালুকদার সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।