স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা উচ্চ বিদ্যালয়ে মোবাইলের অপব্যবহার, অত্মহত্যা, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামুলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান বনি ছদরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, প্রধান শিক্ষক পারভীন সুলতানা, নিমগাছী ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হক, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শাহাদত হোসেন সহ অভিভাবক, শিক্ষার্থী ও দলীয় নেতৃবৃন্দ।