কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪১ তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত কাজিপুর উপজেলার বাসিন্দা ৪ জনকে সংবর্ধনা প্রদান করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।
রোববার (৩ সেপ্টেম্বর) কাজিপুর উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধিত ৪ জনের মধ্যে উপজেলার সোনামুখী ইউনিয়নের রসিকপুর গ্রামের রাসেদুল ইসলাম ভ্যাটেরিনারি সার্জন, হরিনাথপুর গ্রামের নাজমুল হাসান ভ্যাটেরিনারি সার্জন, নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের এসএম সাব্বির হোসেন গালিব পুলিশ ক্যাডার এবং মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামের তানিয়া উল্লাহ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
কাজিপুর ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ। সভায় সুপারিশপ্রাপ্তদের স্বজনেরা ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।