ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
পদোন্নতি পেয়ে বদলি হতে যাচ্ছেন বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ধুনট ইউএনও জানে আলমকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।
এছাড়া একই প্রজ্ঞাপনে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিমকে পদায়ন করে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসন পদে বদলী করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ইউএনও জানে আলম চলতি বছরের ১০ এপ্রিল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা থেকে ধুনট উপজেলায় যোগদান করেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি তার কর্মদক্ষতায় সাধারণ মানুষের মনও জয় করে নেন। ইউএনও জানে আলম পাবনা জেলার বাসিন্দা।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, গত ২৯ আগস্ট এক প্রজ্ঞাপনে আমাকে পদায়ন জনিত বদলি করা হয়েছে। তবে অতি অল্প সময় হলেও এই উপজেলার মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি।