স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, তেল, লবন, ডাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
বগুড়া-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ম. আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন বলে জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেলের সার্বিক তত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু, কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক আহসান হাবীব বাঁধন, আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক সজীব আহসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সহ-সভাপতি মাহফুজার রহমান সহ দলীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, যেকোন দূর্যোগে মানুষের পাশে দাড়ায় বঙ্গবন্ধুর সৈনিকরা। দেশ ও জনগণের কল্যাণে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা জনকল্যানে নিবেদিত রয়েছেন। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তারা।