ধুনটে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ৩ জনকে পিটিয়ে আহত
বগুড়ার ধুনটে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশির হামলায় আহত ইয়াছিন শেখ (১৯), তার মা ফুয়ারা খাতুন (৪০) ও প্রতিবেশি আবুল কাশেম (৫২)। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মা-ছেলে সহ তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশিরা। আহতরা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় বুধবার (১৩ সেপ্টেম্বর) ৭ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলো- চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা মধ্যপাড়া গ্রামের আবু বক্করের ছেলে ইয়াছিন শেখ (১৯), তার মা ফুয়ারা খাতুন (৪০) ও মৃত নশের আলীর ছেলে আবুল কাশেম (৫২)।

অভিযোগসূত্রে জানাগেছে, গত সোমবার বিকেলে কৃষক আবু বক্করের বাড়ির সামীনায় গর্ত করতে থাকে প্রতিবেশি বিশা শেখ। এসময় আবু বক্করের ছেলে ইয়াছিন শেখ তার বাড়ির সীমানায় গর্ত করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বিশা শেখ, তার ছেলে আরমান শেখ, মুনজিল শেখ সহ ৬/৭জন লাঠি-শোঠা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইয়াছিন শেখকে বেধড়ক পিটিয়ে মাথা ফেঁটে দেয়। এসময় ইয়াসিনকে বাঁচাতে গেলে তার মা ফুয়ারা খাতুন ও প্রতিবেশি বৃদ্ধ আবুল কাশেমকেও পিটিয়ে মাথা ফেঁটে দেয় বিশা শেখ ও তার লোকজন। পরে স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এঘটনায় বুধবার ফুয়ারা খাতুনের ভাই আল আমিন শেখ বাদী হয়ে প্রতিবেশি মুনজিল শেখ, বিশা শেখ ও আরমান শেখ সহ ৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগ পাওয়ার পর পরই হাসপাতালে রোগীদের খোঁজ খবর নেয়া হয়েছে। এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।