স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে হেরোইনসহ একাধিক মাদক মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো- ধুনট সদরপাড়া এলাকার মৃত মংলা স্বর্ণকারের ছেলে আমির হোসেন আমু (৩৬) ও একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে লালন (৪২)।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সময় আমির হোসেন আমু ও লালনকে গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশী করে আমির হোসেন আমুর কাছ থেকে ১.৩০ গ্রাম ওজনের এক পোটলা হেরোইন এবং লালনের কাছ থেকে ২.১০ গ্রাম ওজনের ১৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এসংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে আমির হোসেন আমুর বিরুদ্ধে প্রায় ১২টি মাদক মামলা এবং লালনের বিরুদ্ধে আরো প্রায় ৮টির মতো মাদক মামলা রয়েছে।