বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেপ্তার
ছবি-এপিবিএন

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিয়ান হোসেন আশরাফুল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড়ের ঢাকা টু বগুড়াগামী মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরিয়ান হোসেন আশরাফুল নড়াইল জেলা সদরের দূর্গাপুর গ্রামের নজরুলইসলামের ছেলে।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আরিয়ান হোসেন আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় মামলা দায়ের করা হয়েছে।