নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : অনুসন্ধানবার্তা 
বগুড়ার নন্দীগ্রামে কাথম কোয়ালিটি ফিড মিলের পার্কিং এরিয়া থেকে চুরি হওয়া ট্রাক ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়া ট্রাকের মালামালও উদ্ধার করা হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করে শনিবার বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার পানিহালি গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৩), একই উপজেলার খাদাস এলাকার সমেজ আলীর ছেলে রিপন আলী (২৭) এবং খাদাস এলাকায় শশুর বাড়িতে বসবাসকারী ময়মনসিংহের পাগলা উপজেলার বড়-বড়াই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন (৪৭)। এদিকে আটককৃতদের আদালতে হাজির করা হলে তারা চুরির ঘটনা স্বীকার করলে আদালত আসামীদের জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এবিষয়ে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিড মিলের গেটের সামনে পার্কিং এরিয়া থেকে ডিওআরবি (ধানের গুড়া) ২৮৫টি বস্তাভর্তি ট্রাক চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে গত বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের তথ্যে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার তেজগাঁও সিএসডি গোডাউনের ১নং গেটের পশ্চিমে ট্রাক টার্মিনালের ভিতরে তল্লাশি করা হয়। সেখানেই ছিল চুরিকৃত হলুদ ও সবুজ রংয়ের ৬ চাকা বিশিষ্ট ট্রাক (বগুড়া-ট-১১-২৩৯৭)। এছাড়া চুরি যাওয়া মালামাল উদ্ধারে ময়মনসিংহ, গাজীপুর মেট্রোপলিটন ও সিরাজগঞ্জ জেলায় অভিযান চালানো হয়। চুরিকৃত মালামালের মধ্যে ১১৭টি প্লাস্টিকের বস্তাভর্তি ৬টন ডিওআরবি (ধানের গুড়া) এবং চুরির মালামাল বিক্রির নগদ ৯০হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 
             
		
