স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ৩ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে নির্মিত পীরহাটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কায়েস আজাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, উপজেলা আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, এমএ তারেক হেলাল, সিরাজুল হল লিটন সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।