স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। মেলার স্টল ঘরে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা ও উন্নয়ন বিষয়ে জনসাধারণের মাঝে প্রচারণা ও উন্নয়নচিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, উপজেলা আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান, সিরাজুল হল লিটন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।