সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপূরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, শফিকুল ইসলাম শফি, এসকেন্দার আলী সাহানা, বেলাল হোসেন, আবু জাফর মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি সদস্য কাজল, আবু সাইদ প্রমুখ। মেলায় আগত ১৭টি স্টলের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।