আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মান দেয়া হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করেন। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মূল্যায়ন ছকের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদানের নির্ধারিত ১৬টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।
কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক উপজেলার ৪০টির অধিক প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে, এডিপি (এনুয়াল ডেভলপমেন্ট প্রোগ্রাম) উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ৫টির অধিক বিদ্যালয়ে গাইড ওয়াল ও বাউন্ডারি নির্মাণ। এছাড়া কাবিটা প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ১০টির অধিক বিদ্যালয়ে মাটি ভরাট ও টয়লেট, রাস্তা, ওয়াসব্লক স্থাপন, বিদ্যালয় মেরামত, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (জাইকা) আওতায় ৩টি বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ। জেলা প্রশাসক কর্তৃক ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ।