ধুনটে হাত-পা বেঁধে ৬টি গরু ডাকাতি

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় একটি গরুর খামারের কর্মচারীকে হাত-পা বেঁধে ৬টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এঘটনায় ওই খামারী বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার নিত্তিপোতা মধ্যপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে সামছুল আলম পেশায় একজন ব্যবসায়ী। তিনি তার বাড়ির পাশে ৮২শতক জমির উপর মেসার্স মহুয়া ডেইরী ফার্ম স্থাপন করেন। গত ১৮ সেপ্টম্বর থেকে সামছুল হক তার খামারে ৮টি গরু লালন পালন শুরু করেন।

এদিকে এই ফার্ম দেখাশোনার জন্য সম্প্রতি একই গ্রামের শাহ আলীর ছেলে আরিফুল ইসলাম (৪৫) ও মৃত আমির হোসেনের ছেলে ঠান্ডু মিয়াকে (৩২) নিয়োগ দেন সামছুল আলম। কিন্তু বুধবার গভীর রাতে ৩/৪ জন ব্যক্তি ফার্মের কর্মচারী ঘরে ঢুকে ঠান্ডু মিয়াকে হাত-পা বেঁধে ৬টি গরু ডাকাতি করে নিয়ে যায়।

তবে এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গরু চুরির অভিযোগটি আমলে নিয়ে তদন্ত চলছে এবং এই চক্রকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।