আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক প্রধানমন্ত্রী শহীদ এ.ম মনসুর আলী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, কাজিপুর থানা তদন্ত ওসি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে কাজিপুর নাটুয়ারপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শাহজাহানপুর ফুলকোট ফুটবল একাদশ বিজয়ী হয়।