স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার করতোয়া নদীতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। ‘নদীর অধিকার’ প্রতিপাদ্যে রোববার বগুড়া শহরের এসপি ব্রীজ এলাকার করতোয়া নদীতে এই আয়োজন করা হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে বগুড়ায় এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
মানববন্ধনে কবি বজলুল করিম বাহার বলেন, করতোয়া একটি প্রাচীন নদী। করতোয়া না হলে আজকের বগুড়া প্রতিষ্ঠিত হতো না। এই করতোয়া নদীকে আমরা ধীরে ধীরে ধ্বংস করে ফেলেছি। এটির পিছনে প্রাকৃতিক কারণের চাইতেও মানবসৃষ্ট কারণ বেশী।
বাপার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বিশ্ব নদী দিবসকে কেন্দ্র করে করতোয়া নদীকে রক্ষা করার জন্য মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী নৌকা ভাসানো ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, নদী দিবসে শিক্ষার্থীরা করতোয়া নদীর গুরুত্ব সম্পর্কে জানবে, নদীটি আগে কেমন ছিল আর এখন কেমন রয়েছে। তারা এই নদীতে সাঁতরাতে চায়, সাঁতার শিখতে চায়, কিন্তু নদীতে পর্যাপ্ত পানি নেই। বিশ^ নদী দিবসে আমাদের মূল লক্ষ্য হলো করতোয়া নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনা, দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।