স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত তিন বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধুনট সদরের হাট-বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তাকে দেখা যায়, কখনো ভ্যান চালক, কখনো দোকানী, কখনো পথচারীদের জড়িয়ে ধরে কুশল বিনিময় করে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণা চালাচ্ছেন এবং স্থানীয় সমস্যা নিরসনেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দিচ্ছেন। তবে একজন সংসদ সদস্য হিসেবে বুকে জড়িয়ে ধরায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, সাংসদ হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আ’লীগ নেতা গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, এমএ তারেক হেলাল, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী পোদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।