প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ধুনটে দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধুনট প্লাজায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশাহ, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, সিরাজুল হক লিটন, এলাঙ্গীর সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, মথুরাপুরের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান পপি রানী প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।