বগুড়ায় এক নারীকে ১৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সাইমুন আক্তার (৩০) নামে এক নারীকে ১৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে জেলা সদরের গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উত্তর পাশে মাজারের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইমুন আক্তার (৩০) দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন তাজপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।