বগুড়ার সারিয়াকান্দিতে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় ম. রাজ্জাক

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আ’লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।

বিবিরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে জেলা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, আলতাফ হোসেন বান্টু, তাজুল ইসলাম বাদশা, আব্দুল্লা আল কাফি, শহিদুল ইসলাম সুজন, গোলাম মোস্তফা টুকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, আশরাফুল আলম, মেহেদী হাসান রবিন, হাসানুল হক বান্না, নাইমুর রাজ্জাক তিতাস, আব্দুর রউফ, মশিউর রহমান, এবিএস সবুজ, আবু সালেহ স্বপন, সোহান সাগর, হাবিব, পলাশ প্রমুখ।