স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার হেফাজতে আইনজীবীর সহকারী হাবিবুর রহমানের মৃত্যুর ঘটনার অভিযোগটি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যেই তদন্তের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করেছে জেলা পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির প্রধান হলো অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ও জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শক জিএম শামসুন নূর।
জানাগেছে, মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী সহকারী পরিষদের যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান মারা যান। ওই দিন সন্ধ্যায় শহরের জজ কোর্ট চত্বর থেকে একটি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে ডিবি পুলিশ।
হাবিবুর রহমান শাজাহানপুরের চকজোড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং তিনি বগুড়া জজ কোর্টের আইনজীবী মঞ্জুরুল হকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আইনজীবী মঞ্জুরুল হক তার আপন মামা।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, হাবিবকে পুলিশ কোনো নির্যাতন করেনি। তার পরেও এ ঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাবিবের মৃত্যুর ঘটনায় পুলিশের কোনো গাফলতি থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।