স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সারিয়াকান্দিতে খুন হওয়া অজ্ঞাত এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পূর্ব পাশে গজারিয়া চরের যমুনা নদীর তীর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ফর্সা চেহারার নিহত ব্যক্তির পড়নে ছিল কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল গেঞ্জি ছিল।
তবে এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ধারনা করা হচ্ছে কে বা কাহারা যুবকটিকে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।