আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১নং সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সোনামুখী ইউপিতে সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর আগেও তিনি উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
শুক্রবার কাজিপুর উপজেলা নির্বাহী অফিস বিষয়টি নিশ্চিত করেছে। শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সকল সংগঠন সহ সকল সর্বোস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
শাহজাহান আলী খান ১নং সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের মহির খাঁ’র বড় ছেলে। তিনি সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার পর শাহজাহান আলী খান বলেন, এ গৌরব আমার একার নয়, আমার সোনামুখী ইউনিয়ন বাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগীতায় আজ আমি শ্রেষ্ঠ হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বেচে রাখবে ততদিন আমি আমার এলাকার মানুষের সেবা করে যাবো।