বগুড়া জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে ও বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ শেখ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগ নেতা অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, মাইসুল তোফায়েল কোয়েল, এজাজুল হক ডনেল, নুরেজ্জামান সিদ্দিকী, বাপ্পি কুমার চৌধুরী, মোস্তাকিম রহমান, কাউছার হামিদ রুবেল, জাকারিয়া আদিল, ফজলে রাব্বি মিথুন, মোশারফ হোসেন বুলবুল প্রমুখ।