স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় হত্যা চেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার জোড়গাছা হাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোহান আহম্মেদ (২২) বগুড়া সদরের মানিকচক গ্রামের কামাল চৌধুরীর ছেলে। এই হামলার ঘটনায় সেলিম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর রাতে টাকা-পয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি মোড় এলাকায় মুরগি ব্যবসায়ী সেলিমকে কুপিয়ে জখমসহ পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষরা। সেই ঘটনায় সেলিমের বাবা গিয়াস উদ্দিন বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রোহান ২নং আসামী এবং আহত সেলিম ৪নং আসামি ছিল। এদিকে পোল্ট্রি ব্যবসায়ী সেলিমকে হত্যা চেষ্টার জের ধরেই বুধবার প্রতিপক্ষরা রোহান ও তার বন্ধু সেলিমকে বেধড়ক পিটিয়ে আহত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যায় রোহান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং তার বন্ধু সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।